খেলা বিভাগে ফিরে যান

লিয়েন্ডারের হাত ধরে এবার টেনিস প্রিমিয়ার লিগে বাংলা

May 24, 2023 | < 1 min read

লিয়েন্ডারের হাত ধরে এবার টেনিস প্রিমিয়ার লিগে বাংলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টেনিস প্রিমিয়ার লিগের (TPL) জন্য একটি বড় খবর। টিপেএল-এর পঞ্চম মরসুমে দল নামাচ্ছে বাংলা লিয়েন্ডার পেজের হাত ধরে।

লিয়েন্ডার নিজের শহরের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়ে খুশি। ১৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক লিয়েন্ডার বলেছেন, ‘‘কলকাতায় আমার জন্ম। এখানকার দলের সহ-কর্ণধার হতে পেরে আমি দারুণ খুশি। এই শহরের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে। দেশের অন্যতম সেরা টেনিস কেন্দ্র সাউথ ক্লাব। এখানে ডেভিস কাপের প্রচুর ম্যাচ হয়েছে। জয়দীপ মুখোপাধ্যায়, জিশান আলির মতো কিংবদন্তি টেনিস খেলোয়াড় উঠে এসেছেন কলকাতা থেকে। আমি নিশ্চিত বাংলার দল খেললে টেনিস প্রিমিয়ার লিগের গুরুত্ব আরও বাড়বে। আগের বছরগুলোর থেকে অনেক অকর্ষণীয় হবে।’’

বাংলার ফ্র্যাঞ্চাইজি কিনতে লিয়েন্ডারের সঙ্গে হাত মিলিয়েছেন ব্যবসায়ী ইয়াতিন গুপ্তে। ইয়াতিন বলেছেন, ‘‘টেনিস প্রিমিয়ার লিগের অংশ হতে পেরে আমরা খুশি। টিপিএল এখন ভারতের প্রধান টেনিস প্রতিযোগিতা। লিগ পর্বে কঠিন লড়াই হয়। আমরা এমন একটা দলে বিনিয়োগ করছি, যে দল অন্যদের সঙ্গে সমানে সমানে লড়াই করতে পারবে।’’

টেনিস প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি পুণে জাগুয়ারের অন্যতম কর্ণধার সোনালি বেন্দ্রে। হায়দরাবাদ স্ট্রাইকার্সের আংশিক মালিকানা রয়েছেন রাকুল প্রীত সিংহের। বেঙ্গালুরু প্যাটার্নসের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর সানিয়া মির্জা এবং পঞ্জাব টাইগার্সের অন্যতম কর্ণধার তাপসী পন্নু। এই দলগুলির সঙ্গে এ বার লড়াইয়ে নামতে চলেছে লিয়েন্ডারের বাংলা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal, #Leander Paes, #tennis premiere league, #tpl, #franchise

আরো দেখুন