বিনোদন বিভাগে ফিরে যান

জামাইষষ্ঠীতেও সোশ্যাল দেওয়ালে মিমের বন্যা, রসবোধে বাঙালি আজও সেরা

May 25, 2023 | 3 min read

জামাইষষ্ঠীতে সমাজ মাধ্যম জুড়ে মিমের প্লাবন। ছবি সৌজন্যেঃ Sankha Karbhaumik

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ জামাই আপ্যায়নের পরব। দেদার খাবারের পাতে দেদার ব্যাটিং করেছেন জামাইরা। শ্বশুরদের পকেট, শাশুড়িদের পরিশ্রমে ভর করে এখন জামাইদের মুখে চওড়া হাসির ঝলক। কিন্তু দিনভর কী করল বাঙালি? সমাজ মাধ্যম জুড়ে মিমের প্লাবন।

সরকারি চাকুরে জামাই কেমন খাতির পাবেন, বেকার জামাইকে কী বলবেন শাশুড়ি সবই তৈরি করলেন মিমাররা। কনটেন্ট ক্রিয়েটাররাও পিছিয়ে নেই, বিখ্যাত লেখক গপ্পো লিখে ফেললেন, যে সে গপ্পো নয়, একেবারে রম্য যাকে বলে। কেউ কেউ আবার রবীন্দ্রনাথের লাইনের ঋণ নিয়ে জামাইদের ঠুকলেন। কব্জি ডুবিয়ে খাওয়া নিয়েও কম খোঁচা দেওয়া-দেই চলল না। সবই চলল নেটপাড়ায়। এমনকি হাতে মাছ আর মিষ্টির হাঁড়ি নিয়ে টিনটিন হয়ে উঠল আদ্যন্ত বাঙালি।

জামাইষষ্ঠীর কিছু সেরা, বুদ্ধিদীপ্তি মিম, কনটেন্ট রইল দৃষ্টিভঙ্গির দর্শকদের জন্য:

সৌজন্যে: বিল্টু দে
সৌজন্যে: চিত্র গুপ্ত
সৌজন্যে: ভট্টবাবুর পেজ
TwitterFacebookWhatsAppEmailShare

#Jamai Sasthi Meme, #Meme, #jamai sasthi, #Jamai Sasthi 2023

আরো দেখুন