রাজ্য বিভাগে ফিরে যান

আজও কি রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

May 26, 2023 | < 1 min read

রাজ্যের আবহাওয়া, ছবি সৌজন্যে- shutterstock

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সব মিলিয়ে তীব্র গরম থেকে স্বস্তি মিলেছিল রাজ্যবাসীর। কিন্তু এই শান্তির আমেজ কতদিন স্থায়ী হবে? এর পর কেমন থাকবে বাংলার আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে খবর, রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হবে শনিবার পর্যন্ত। গতকালের ঝড়বৃষ্টিতে কলকাতায় পারদ অনেকটাই নেমেছে। আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

হাওয়া অফিস জানিয়েছে, শনিবারের পর দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি শনিবার পর্যন্ত চলবে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং-কালিম্পং-আলিপুরদুয়ার- কোচবিহার ও জলপাইগুড়িতে শিলাবৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সাথে ৩০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #West Bengal Weather, #Thunderstorm, #West Bengal, #Weather forecast

আরো দেখুন