রাজ্য বিভাগে ফিরে যান

আকাশে মেঘের ঘনঘটা, আজও রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস

May 27, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্বস্তির আবহাওয়া অব্যাহত। গত কয়েকদিনের মতো আজও বঙ্গে হতে পারে ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জায়গায় বজ্রবিজ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার পরিমান গতকালের চেয়ে কম হবে।

আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। পাশাপাশি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Weather forecast, #Rain, #Weather Update, #Thunderstorm

আরো দেখুন