খেলা বিভাগে ফিরে যান

IPL-2023 ফাইনালে জল ঢালবে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

May 28, 2023 | < 1 min read

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জেরে আইপিএলের ফাইনাল বিঘ্নিত হতে পারে। ছবি সৌজন্যে: BCCI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ আইপিএল ফাইনালে মুখোমুখি হার্দিক-ধোনি। একদিকে খেতাব ধরে রাখার লড়াই, অন্যদিকে হারানো মুকুট ছিনিয়ে নেওয়ার সুযোগ; সব মিলিয়ে জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। কিন্তু আজকের ম্যাচে ভিলেন হতে পারেন বরুণদেব। ফাইনালে জল ঢালতে পারে বৃষ্টি, ইতিমধ্যেই সেই আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, আজকের ফাইনালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিকাল বা সন্ধ্যায় মোতেরায় বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জেরে আইপিএলের ফাইনাল বিঘ্নিত হতে পারে। তবে ম্যাচ হওয়ার সম্ভাবনা একেবারে খারিজ করে দেননি আবহবিদরা। আজ, রবিবার সারাদিনই আহমেদাবাদের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবো। বৃষ্টি হলে খেলার সময় বিলম্বত হতে পারে। ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনাও থাকছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহবিদরা।

বৃষ্টি হলে খেলার সময় বিলম্বত হতে পারে। ছবি সৌজন্যে: PTI

অন্যদিকে, টিকিটের চাহিদা চূড়ান্ত। চলতি আইপিএল ধোনির শেষ আইপিএল হাওয়ার সম্ভাবনা সৃষ্টি হওয়ায় ভিড় আরও উপচে পড়ছে। আয়োজকদের মত, ভিড়ে ঠাসা স্টেডিয়ামেই হতে চলেছে ফাইনাল।

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL 2023, #CSK vs GT, #IPL 2023 Final, #Rain

আরো দেখুন