← রাজ্য বিভাগে ফিরে যান
আবার চড়বে তাপমাত্রার পারদ? জানুন পূর্বাভাস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েকদিন ধরে ঝড়-বৃষ্টি হয়েছে রাজ্যে। তবে আজ থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রার পারদ আবার চড়তে পারে।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আজ ২৮ মে থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট কমতে শুরু করবে। কিছু জেলায় সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাতের সম্ভবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
২৯ তারিখ সোমবার সপ্তাহর শুরু থেকে থেকে ফের চড়বে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।