উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

এবার ডুয়ার্স বেড়ানো আরও সহজ, আকাশপথে যুক্ত হচ্ছে জঙ্গল সুন্দরী

May 29, 2023 | < 1 min read

আকাশপথে যুক্ত হচ্ছে জঙ্গল সুন্দরী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার ডুয়ার্স ভ্রমণ আরও সহজ, আকাশপথে কলকাতা সহ দেশের অন্যান্য এলাকার সঙ্গে যুক্ত হতে চলেছে ডুয়ার্স। ফলে খুব অল্প সময়েই ডুয়ার্স পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। আলিপুরদুয়ারের হাসিমারার ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটিকে যাত্রীবাহী উড়ানের জন্য ব্যবহার করা হবে। ইতিমধ্যেই রাজ্যকে অনুমতি দিয়েছে বায়ুসেনা। মনে করা হচ্ছে, আকাশপথে ডুয়ার্সকে যুক্ত করা গেলে, উত্তরবঙ্গের পর্যটনের নব দিগন্ত উন্মোচিত হবে। প্রস্তাবিত হাসিমারা বিমানবন্দর থেকে অল্প কিছু দূরত্বের মধ্যে, জলদাপাড়া অভয়ারণ্য, চিলপাতা ফরেস্ট, বক্সা ফরেস্ট অবস্থিত। ফলে এই জায়গাগুলোয় বেড়ানো আরও সহজ হবে।

অন্যদিকে, আকাশপথে দুই মেদিনীপুরের শিল্পতালুককে দেশের অন্যান্য অংশের সঙ্গে জুড়বে বায়ুসেনার বিমানঘাঁটি কলাইকুণ্ডা। ওই বিমানবন্দরে যাত্রীবাহী বিমান ওঠা-নামার অনুমতি মিলেছে।


জানা গিয়েছে, টেন্ডার ডেকে সংস্থার হাতে বিমানবন্দর দুটির দায়িত্ব দেওয়া হবে। তারাই বিমানের রুট ও ভাড়া ঠিক করবে। মালদহ এবং বালুরঘাটে ছোট বিমান ওঠা-নামার পরিকাঠামো তৈরি করছে রাজ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #Bengal Tourism, #dooars, #flight, #Tourist, #Safari

আরো দেখুন