পাটনায় ১২ জুন একজোট বিরোধীরা, তৈরি হবে মোদীর হ্যাট্রিক রোখার নীল নকশা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রমেই দেশব্যাপী বিজেপি বিরোধী জোট দানা বাঁধছে, সংসদভবনের উদ্বোধন প্রসঙ্গেই মহাজোটের ইঙ্গিত মিলেছিল। আগামী ১২ জুন বিহারের পাটনায় বিজেপি বিরোধী প্রায় সবকটি রাজনৈতিক দল বৈঠকে বসতে চলেছে। কয়েকদিন আগেই দৃষ্টিভঙ্গির তরফে পাটনায় মহাজোটের বৈঠকের সম্ভাবনার কথা জানিয়ে খবর প্রকাশিত হয়েছিল, কার্যত সত্যি হল সেই সম্ভাবনা। ভারতের কিংবদন্তি রাজনীতিক জয়প্রকাশ নারায়ণের পাটনা থেকেই কি মহাজোটের অনুষ্ঠানিক ঘোষণা হবে? তৈরি হবে মোদীর হ্যাট্রিক রোখার নীল নকশা?
কিছুদিন আগেই, নবান্নে এসেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার ও তাঁর ডেপুটি তেজস্বী যাদব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই তাঁদের পাটনায় বৈঠক ডাকার পরামর্শ দেন তাঁকে। সেই মতো কথাবার্তা এগোয়। গতকাল মোদী বিতর্কিত নয়া সংসদভবনের উদ্বোধন করেন, তাৎপর্যপূর্ণভাবে সেদিনই মহাজোটের প্রথম বৈঠকের দিনক্ষণ ঘোষিত হল। রাজনৈতিক মহলের মত, পাল্টা বিরোধীরাও মোদীকে বার্তা দিলে।
জানা গিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, তেজস্বী যাদব, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল বৈঠকে থাকবেন। শোনা যাচ্ছে, আমেরিকা থেকে ফিরে বৈঠকে যোগ দিতে পারেন রাহুল গান্ধীও। খবর মিলেছে, অখিলেশ যাদব, স্ট্যালিন, জগন্মোহন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এনসিপি নেতা শরদ পাওয়ারসহ আরও কয়েকটি বিজেপি বিরোধী দলের নেতৃত্বকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এঁদের মধ্যে অনেকেই বৈঠকে হাজির হবেন বলে জানা যাচ্ছে। খবর মিলেছে, বাংলার মুখ্যমন্ত্রী আগের দিন অর্থাৎ ১১ জুনই পাটনায় পৌঁছে পারেন।
বিরোধী শিবিরের বক্তব্য, সমমনোভাবাপন্ন দলগুলো এক ছাতার তলায় আসছে, চব্বিশের আগেই চূড়ান্ত রূপ নেবে মহাজোট। শেষ লোকসভা নির্বাচনে, অর্থাৎ ২০১৯ সালের সাধারণ নির্বাচনে মাত্র ৩৭.৭ শতাংশ ভোট পেয়েই মোদী সরকার চালাচ্ছেন। এনডিএ-এর শরিক দলগুলোর ভোট মিলিয়েও ৫০ শতাংশ ভোট পায়নি বিজেপি। গত লোকসভাতেই মোদীর বিরুদ্ধে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছিল। কিন্তু তা ছিল বিভিন্ন ভাগে বিভক্ত, সেই বিরোধী ভোটকে একজোট করতে চাইছে বিরোধীরা।