করোনার অজুহাতে বিলম্ব, লোকসভা নির্বাচনের আগে আদমশুমারি আদৌ সম্ভব?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোটের আগে কোনওভাবেই সম্ভব নয় জনগণনা, এমনই জানাচ্ছেন ওয়াকিবহল মহল। আগামী বছরের এপ্রিল-মে মাস নাগাদ নির্বাচন হওয়ার কথা। অন্যদিকে, প্রতি দশ বছর অন্তর এদেশে জনগণনা হয়। সেই আদমশুমারির উপর নির্ভর করেই নানাবিধ জরুরি সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু করোনার কারণে বিগত জনগণনা করা যায়নি। কবে সেই জনগণনা হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।
করোনার জন্যে অনির্দিষ্টকালের জন্য জনগণনার প্রক্রিয়া বন্ধ রেখেছিল মোদী সরকার। নতুন করে জনগণনা শুরুর বিষয়ে আজ অবধি একটা বাক্যও খরচ করেনি মোদী সরকার। প্রসঙ্গত, জানুয়ারি মাসে রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার নতুন জেলা বা মহকুমা গঠন সংক্রান্ত প্রশাসনিক বিভাজনে স্থগিতাদেশের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছিল। নিয়ম অনুসারে, নতুন জেলা, মহকুমা, তহশিল, তালুক ও থানার মতো প্রশাসনিক এলাকা বিভাজনের কাজে স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার তিন মাস পর জনগণনার কাজ শুরু করা যাবে। সেই নিয়ম অনুযায়ী, হিসেব বলে ৩০ সেপ্টেম্বর পর কাজ শুরু করা যেতে পারে। জনগণনার কাজে প্রায় ৩০ লক্ষ সরকারি কর্মচারীর প্রয়োজন। তাঁদের প্রশিক্ষণ দিতেই দু-তিন মাস সময় লেগে যাবে। এই মুহূর্তে সে সময় কোথায়? বছর ঘুরলেই লোকসভা ভোট। নির্বাচন কমিশনও লোকসভা ভোটের জন্য ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া শুরু করে দেবে। ফলে লোকজনদের নির্বাচনের কাজের সঙ্গে সমান্তরালভাবে জনগণনার কাজ চালানো কার্যত অসম্ভব।