দেশ বিভাগে ফিরে যান

আগেই বাদ ইকবাল, এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে গান্ধীর আগে সাভারকার!

May 29, 2023 | < 1 min read

ভারকরের অধ্যায় যুক্ত হওয়ায় অধ্যাপকরা কোনও আপত্তি জানাননি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:  আগেই কবি মহম্মদ ইকবালের জীবনী সিলেবাস থেকে বাদ দেবার সুপারিশ করা হয়েছিল, এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রমে নতুন করে যুক্ত করা অধ্যায়গুলির মধ্যে মহাত্মা গান্ধিরও আগে নিয়ে আসা হয়েছে দামোদর বিনায়ক সাভারকারকে।

শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক বৈঠকে সাভারকার বিষয়ক এই ঐচ্ছিক অধ্যায়টি পঞ্চম সিমেস্টারে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পঞ্চম সিমেস্টারে সাভারকারের অধ্যায় যুক্ত হওয়ার ফলে মহাত্মা গান্ধির অধ্যায়টি চলে গিয়েছে সপ্তম সিমেস্টারে। স্বাভাবিকভাবেই পড়ুয়ারা মহাত্মা গান্ধির আগে সাভারকারের কথা পড়বেন ।

এদিকে নতুন পাঠ্যক্রমের বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ দাবি জানিয়েছিলেন যেহেতু সাভারকার কিংবা আম্বেদকরের অনেক আগে গান্ধি এসেছিলেন, সেহেতু গান্ধী বিষয়ক অধ্যায় আগে থাকা উচিত। তবে সাভারকরের অধ্যায় যুক্ত হওয়ায় অধ্যাপকরা কোনও আপত্তি জানাননি। তবে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই বিরোধিতায় কোনও আমল দেওয়া হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Syllabus, #Mahatma Gandhi, #Delhi University, #veer savarkar, #Mohammad Iqbal

আরো দেখুন