← রাজ্য বিভাগে ফিরে যান
আজও কি রাজ্য ঝড়-বৃষ্টি নাকি বাড়বে গরম? কী বলছে হাওয়া অফিস?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি থাকবে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি।
কলকাতায় আংশিক মেঘলা হলেও যত বেলা গড়াবে গরম বাড়বে। কিন্তু কিছু জায়গায় সন্ধ্যের দিকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী পাঁচ দিন অস্বস্তিকর গরম বাড়তে চলেছে।
আলিপুর আবহাওয়া দপ্তর যে যে জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সেইগুলি হল – নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা।
উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের।