#BREAKING কৃষক নেতাদের পরামর্শে আজ গঙ্গায় পদক বিসর্জন দিলেন না কুস্তিগিররা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ গঙ্গায় পদক বিসর্জন দিলেন না কুস্তিগিররা। কেন্দ্রকে পাঁচদিনের চূড়ান্ত সময়সীমা ভিনেশ, বজরংদের।
প্রসঙ্গত, ব্রিজভূষণের গ্রেপ্তারির দাবিতে আন্দোলন চালাচ্ছেন দেশের হয়ে পদকজয়ীকুস্তিগিররা। গত ২৮ মে তাঁদের হেনস্থা করে দিল্লি পুলিশ। মোদী সরকারের এহেন সিদ্ধান্তে চরমে পৌঁছয় ক্ষোভের আগুন। আজ সন্ধ্যায় হরিদ্বারে পদক বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেন পদকজয়ীরা। কিন্তু কৃষক নেতা নরেশ টিকায়েত ঘটনাস্থলে পৌঁছে পদক বিসর্জন দিতে নিষেধ করেন। কুস্তিগিরদের দাবি পূরণের জন্য পাঁচ দিনের চরম সময়সীমা দেন মোদী সরকারকে।
#WATCH | “Entire Indian govt is saving one man (WFI chief Brij Bhushan Sharan Singh). There will be a Khap meeting tomorrow,” says Farmer leader Naresh Tikait who intervened and asked protesting wrestlers not to immerse their medals while seeking five days time#WrestlersProtest pic.twitter.com/3xm10VPQg7
— ANI (@ANI) May 30, 2023