বিনোদন বিভাগে ফিরে যান

রুপোলি পর্দায় হাজির নন্টে-ফন্টে, কেমন হল ছবি?

May 31, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃটিভঙ্গি: বাঙালির শৈশবের অন্যতম সঙ্গী হল নন্টে-ফন্টে। নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি এবার হাজির হয়েছে পর্দায়। সদ্যই মুক্তি পেয়েছে ছবি। নন্টে-ফন্টের দুষ্টুমি, কেল্টুদার দাদাগিরি, হাতিরামপাতি স্যারের হোস্টেলে সব মিলিয়ে জমজমটা গপ্পো। নন্টে-ফন্টে বুদ্ধিবলে কীভাবে ড্রাগন পরিবারের সদস্যদের ঘায়েল করে, তা দেখা যাবে ছবিতে। এসেছে কাঁকড়া, চিংড়ি এবং ড্রাগনের চরিত্রগুলি। জালান ইন্টারন্যাশনাল ফিল্মস ছবিটি প্রযোজনা করছে। সঙ্গীত পরিচালনা করছেন অনুপম রায়। নন্টের ভূমিকায় সোহম বসু রায় চৌধুরী এবং ফন্টে সোহম বসুর অভিনয় মনে ছাপ রেখে যাচ্ছে। কেল্টুর চরিত্রে কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, হাতিরামপাতি স্যারের চরিত্রে মনোজ্যোতি মুখোপাধ্যায় অভিনয় বেশ মানিয়েছে।

বাঙালির নস্টালজিয়া নিয়ে এসেছেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী। সব ধরণের সব দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ছবি। কাঁকড়ার চরিত্রে অভিনয় করেছেন অম্লান মজুমদার। তিনিই ছবির চিত্রনাট্যকার। সে কীভাবে হাতিরামপাতির জিনিসপত্র চুরি করে নন্টে-ফন্টের হাতে ধরা পড়বে, তা দেখা যাচ্ছে ছবিতে। চিংড়ির চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চনা মৈত্র। ড্রাগনের চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। ভ্যাবলার স্বল্প পরিসরের চরিত্রে সুমিত সমাদ্দার এবং চৈতন্যের চরিত্রে লামার অভিনয় রেশ রেখেছে। নিছক হাসি ও বিনোদন খুঁজতে এ ছবি দেখতেই হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#nonte fonte, #Bengali Movies

আরো দেখুন