দেশ বিভাগে ফিরে যান

প্রশ্ন এড়াতে দৌড়ে পালালেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী, #VIRAL হল ভিডিও

May 31, 2023 | < 1 min read

প্রশ্ন এড়াতে দৌড়ে পালালেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কুস্তিগিরদের আন্দোলন নিয়ে প্রশ্ন করতেই কার্যত ‘পালিয়ে বাঁচলেন’ মোদী সরকারের এক মন্ত্রী। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

VIRAL সেই ভিডিও’তে দেখা যাচ্ছে, প্রশ্ন করা আগে কেন্দ্রীয় মন্ত্রীয় মীনাক্ষী লেখি হেঁটে নিজের গাড়ির দিকে এগোচ্ছিলেন। কিন্তু সাংবাদিকরা কুস্তিগিরদের আন্দোলন নিয়ে যেই প্রশ্ন করতে শুরু করেন, তখনই মন্ত্রীর হাঁটার গতি বেড়ে যায়। চলতে চলতে বলেন, ‘আইনি প্রক্রিয়া চলছে’। এরপর হরিদ্বারে মেডেল ভাসানো, ব্রীজভূষণ ইত্যাদি প্রসঙ্গে প্রশ্ন করা হলে মীনাক্ষী কার্যত ছুটতে শুরু করেন। প্রশ্ন এড়ানোর জন্য দৌড়ে পালিয়ে গিয়ে নিজের গাড়িতে উঠেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Viral video, #bjp, #media, #Meenakshi Lekhi, #Wrestlers protest

আরো দেখুন