VIRAL সেই ভিডিও’তে দেখা যাচ্ছে, প্রশ্ন করা আগে কেন্দ্রীয় মন্ত্রীয় মীনাক্ষী লেখি হেঁটে নিজের গাড়ির দিকে এগোচ্ছিলেন। কিন্তু সাংবাদিকরা কুস্তিগিরদের আন্দোলন নিয়ে যেই প্রশ্ন করতে শুরু করেন, তখনই মন্ত্রীর হাঁটার গতি বেড়ে যায়। চলতে চলতে বলেন, ‘আইনি প্রক্রিয়া চলছে’। এরপর হরিদ্বারে মেডেল ভাসানো, ব্রীজভূষণ ইত্যাদি প্রসঙ্গে প্রশ্ন করা হলে মীনাক্ষী কার্যত ছুটতে শুরু করেন। প্রশ্ন এড়ানোর জন্য দৌড়ে পালিয়ে গিয়ে নিজের গাড়িতে উঠেন।
এইডস হলে সম্পূর্ণ নিরাময় সম্ভব কি না এখনও প্রশ্ন ওঠে, কোন কোন বিষয়ে সচেতন থেকে aids থেকে দূরে থাকা সম্ভব? বিশ্ব এইডস দিবসে আলোচনায় ট্রপিক্যাল মেডিসিন এর প্রধান ডা: বিভূতি সাহা