দেশ বিভাগে ফিরে যান

মোদীর দাবিই সার! গত অর্থবর্ষের তুলনায় ২ শতাংশ কমল GDP বৃদ্ধির হার

June 1, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী এবং তাঁর পারিষদকূল সব সময় দাবি করে চলেছে, তাঁদের সরকারের নেতৃত্বেই নাকি দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। খোদ কেন্দ্রের রিপোর্টই মোদী সরকারের এই দাবির পরিপন্থী। গতকাল অর্থাৎ বুধবার প্রকাশিত পরিসংখ্যানে দেখা গিয়েছে, ২০২২-২৩ অর্থ বছরে দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল জিডিপির ৭.২ শতাংশ। বিগত অর্থবর্ষের তুলনায় তা প্রায় ২ শতাংশ কম। ২০২১-২২ অর্থ বছরে আর্থিক বৃদ্ধির হার ছিল জিডিপির ৯.১ শতাংশ।

কোর সেক্টরের অগ্রগতিও থমকে রয়েছে। আটটি কোর সেক্টরের অগ্রগতি এপ্রিলে কমে ৩.৫ শতাংশে এসে থেমেছে। যা ছ’মাসের মধ্যে সর্বনিম্ন। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, অপরিশোধিত তেল, তৈল সংশোধনাগারের পণ্য উৎপাদন, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় কোর সেক্টরের পতন হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Economy, #GDP, #modi govt, #Financial year, #Modi regime, #India

আরো দেখুন