← রাজ্য বিভাগে ফিরে যান
গোটা রাজ্যে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত তীব্র দাবদাহের দাপট চলবে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি থাকবে।
তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যের মানুষ। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪৫ ডিগ্রি।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগর ও আরব সাগরে ৮ থেকে ১০ জুনের মধ্যে জোড়া ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
উত্তরবঙ্গেও জারি থাকবে দাবদাহের দাপট। দুই বঙ্গেই কিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম কমবে না। মুর্শিদাবাদ, নদিয়া, মালদা ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর।