রাজ্য বিভাগে ফিরে যান

আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দপ্তরের

June 3, 2023 | < 1 min read

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যের মানুষ
ছবি সৌজন্যে Getty

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত তীব্র দাবদাহের দাপট চলবে। আজ কলকাতা ও তার আশেপাশের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি থাকবে।

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যের মানুষ। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়াতে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেলা ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রোদে কাজ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #Weather Report

আরো দেখুন