দেশ বিভাগে ফিরে যান

বালেশ্বরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

June 3, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে করে বালেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রাজ্যের ৫-৬ জনের প্রতিনিধিদল। নবান্নে চালু হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। নম্বরটি হল: ০৩৩-২২১৪৩৫২৬/২২৫৩৫১৮৫।

গতকাল ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “বালাসোরের কাছে একটি মালগাড়ি এবং শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। আমরা ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নম্বরটি হল: ০৩৩-২২১৪৩৫২৬/২২৫৩৫১৮৫। রাজ্য থেকে ৫-৬ জনের একটি প্রতিনিধিদল দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিচ্ছে। মুখ্যসচিব, অন্যান্য শীর্ষস্তরীয় আধিকারিকদের মতো আমিও পরিস্থিতির দিকে নজর রেখেছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

#coromandel express, #Mamata Banerjee

আরো দেখুন