← দেশ বিভাগে ফিরে যান
প্রয়াগরাজের গঙ্গার পাড়ে শতাধিক মৃত দেহ, ‘অস্বস্তিতে’ যোগী প্রশাসন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে আরও একবার মর্মান্তিক দৃশ্যের ছবি বেরিয়ে এল। সঙ্গম শহরের গঙ্গা নদীর তীরের বালির নীচ থেকে বেরিয়ে এল প্রচুর সংখ্যক মৃতদেহ। বালিতে এখনও শবদেহ কবর দেওয়া হচ্ছে।
সম্প্রতি ফাফামউ ঘাটের বালি খুড়তেই বেরিয়ে এসেছে একের পর এক মৃত দেহ। বিশেষজ্ঞদের আশঙ্কা গঙ্গার জল বাড়লে পাড়ে কবর দেওয়া শবদেহগুলি জলের ভেসে যেতে পারে। ফলে বাড়তে পারে গঙ্গার দূষন।
২০২১ সালে করোনাকালে শয়ে শয়ে দেহ কবর দেওয়া হয়েছিল এই ঘাটে। দেশজুড়ে দেখা গিয়েছিল মৃত্যুমিছিল। প্রয়াগরাজে গঙ্গার ধারে বালির নীচে পোঁতা হয়েছিল শতাধিক দেহ। সমালোচনার মুখে পড়তে হয়েছিল উত্তরপ্রদেশের যোগী প্রশাসনকে। সেই সময় নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন। কিন্তু তার পরেও কবর দেওয়া বন্ধ হয়নি। মৃতদেহ ফের বালির নীচে থেকে বেরিয়ে আসায় ফের অস্বস্তিতে যোগী প্রশাসন।