এবারের পানিহাটির দণ্ড মহোৎসবে নজর কাড়ল বিদেশিদের ভিড়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আমেরিকা, ব্রিটেন, ব্রাজিল, মালয়েশিয়া থেকে এসেছেন এবারের পানিহাটির দণ্ড মহোৎসবে দর্শনার্থীরা। শুক্রবার তাঁরাও চৈতন্য মহাপ্রভুর মন্দিরে পুজো দিয়ে পরে রাঘব ভবন ও ইসকন মন্দিরে যান। সেই বিদেশি ভক্তদের হরিনাম সংকীর্তনেও অংশ নিতে দেখা যায়।
শুক্রবার ভোর থেকেই মন্দিরে লাইন পড়ে যায়। প্রচণ্ড গরম উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে ভক্তরা কাতারে কাতারে আসেন এখানে। গরমের কারণে প্রায় ৩০ জন ভক্ত অসুস্থ হয়ে পড়েন। স্বাস্থ্য শিবিরে তাঁদের চিকিৎসা চলে এবং শুক্রবার রাতেই তাঁদের সবাইকেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
এবছর পানিহাটি পুরসভা এবং প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন ছিল ৪০০’রও বেশি পুলিশ। পুণ্যার্থীদের জন্য পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা ছিল। ২০০টিরও বেশি সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি জারি রাখা হয়েছিল। পুলিশ জানিয়েছে, বেলা ২টো পর্যন্ত দু’লক্ষেরও বেশি মানুষ এসেছেন। নির্বিঘ্নেই হয়েছে মহোৎসব।