দেশ বিভাগে ফিরে যান

বালেশ্বরের দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

June 3, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বালেশ্বরে দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিকেল চারটে নাগাদ প্রধানমন্ত্রীর চপার নামে সেখানে। হেলিপ্যাডে নেমে তিনি প্রথমেই সেখান থেকে পৌঁছে যান ঘটনাস্থলে। খতিয়ে দেখেন উদ্ধারকাজ। সেসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলেন তিনি। কথা বলেন রেলের পদস্থ আধিকারিকদের সঙ্গেও।

সেখান থেকেই বালাসোর হাসপাতালের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন। কথা বলেন ডাক্তারদের সঙ্গেও। ওই হাসপাতালে কয়েকশ আহত যাত্রী ভর্তি রয়েছেন। পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার-সহ বিভিন্ন রাজ্যের মানুষ রয়েছেন তাঁদের মধ্যে। তবে শুধু বালাসোর হাসপাতাল নয়, সেখানে আরও কয়েকটি হাসপাতালে ভর্তি রয়েছেন আহতরা। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছনোর পরই হাসপাতাল চত্বর ঘিরে ফেলে পুলিশ।

দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপের বার্তা দেন মোদী। পাশাপাশি বলেছেন, ‘‘এটা দুঃখজনক ঘটনা। আহতদের চিকিৎসায় কোনও খামতি রাখবে না সরকার। খুবই গুরুতর ঘটনা এটা। পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি।’’ প্রধামনমন্ত্রী আরও বলেন, ‘‘যাঁরা জড়িত, তাঁদের কাউকে রেয়াত করা হবে না। কঠোর শাস্তি দেওয়া হবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #train accident, #Baleshwar

আরো দেখুন