বিবিধ বিভাগে ফিরে যান

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তেজ, তাণ্ডব চালাবে দক্ষিণ-পশ্চিম উপকূলে?

June 4, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরব সাগরের তীরে জুনের দ্বিতীয় সপ্তাহেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় তেজ, এমনই পূর্বাভাস মিলেছে। মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, কেরালাতে বিধ্বংসী আকার নিয়ে তাণ্ডবলীলা চালাতে পারে ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামীকাল অর্থাৎ সোমবার আরব সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় তেজ। প্রাথমিক অনুমান, আরব সাগরের দক্ষিণ-পূর্ব তীরের রাজ্যগুলিতে ঘূর্ণিঝড় তাণ্ডব চালাতে পারে।

মনে করা হচ্ছে, ৫ থেকে ৭ জুনের মধ্যে আরব সাগরে নিম্নচাপে তৈরি হবে। কেরালা উপকূলবর্তী এলাকায় তা গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর তা উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তীতে তা শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। ৮ জুন থেকে ১০ জুনের মধ্যে ঘূর্ণিঝড় তেজ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#cyclone, #Cyclone Tej

আরো দেখুন