রাজ্য বিভাগে ফিরে যান

শিক্ষকদের একাংশকে ৮ শতাংশ হারে DA দিতে চলেছে রাজ্য

June 4, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলা এক শ্রেণীর স্কুল শিক্ষকরা ৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন। ইতিমধ্যেই এসে গিয়েছে অর্থ দপ্তরের অনুমোদন। গত মার্চের ১ তারিখ থেকে ৮ শতাংশ হারে ডিএ পাবেন শিক্ষকরা। শীঘ্রই শিক্ষা দপ্তরে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে বলে খবর।

ডিএ গেটিং স্কুল হিসেবে চিহ্নিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে কর্মরত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এই হারে ডিএ পাবেন। স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, মহেশ্বরী হাইস্কুল, জালান বালিকা বিদ্যালয়, পাঠভবন, মারোয়াড়ি বালিকা বিদ্যালয়, তাতিয়া হাই স্কুলসহ বাংলায় এমন স্কুলের সংখ্যা চল্লিশ। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শিক্ষকদের বেতন দেয় সংশ্লিষ্ট স্কুলের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি। সরকারি স্কুলের শিক্ষকদের বেতনের তুলনায় এই জাতীয় স্কুলের শিক্ষকদের বেতন অনেকটাই কম। এরা এখন রোপা ২০০৯ অনুযায়ী বেতন পান। সে কারণেই তাদের ডিএর পরিমাণ বৃদ্ধি করে ৮ শতাংশ করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #teachers

আরো দেখুন