বালেশ্বরের রেল দুর্ঘটনায় তদন্তের দাবিতে শীর্ষ আদালতে দায়ের PIL
June 4, 2023 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীর্ষ আদালতে পৌঁছল বালেশ্বর রেল দুর্ঘটনার জের। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নজদারিতে ট্রেন দুর্ঘটনার তদন্তে দাবিতে দেশের সর্বোচ্চ আদালতে দায়ের হল জনস্বার্থ মামলা। শুক্রবার রাতে, বালেশ্বরের কাছে মালগাড়ি, করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর হামসফর দুর্ঘটনার, তিনটি ট্রেন দুর্ঘটনা কবলে পড়ে। দুর্ঘটনায় এখনও মৃতের সংখ্যা গোনা চলছে। কিন্তু দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। নানা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
রেলমন্ত্রী সর্বশেষ জানিয়েছেন, ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের পরিবর্তনের জন্য দুর্ঘটনা ঘটেছে। প্রকৃত কারণ জানতেই মামলা দায়ের হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞদের মাধ্যমে তদন্তের দাবি করেছেন মামলকারী। দুর্ঘটনা এড়াতে ভারতীয় রেলের প্রতিটি ট্রেনে কবচ বাধ্যতামূলক করার আবেদনও করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে।