কলকাতা বিভাগে ফিরে যান

শিক্ষামন্ত্রকের NIRF র‍্যাঙ্কিং অনুযায়ী সেরা ১০-এর তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়

June 5, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের সেরা ১০-এর তালিকায় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশিত এনআইআরএফ র‍্যাঙ্কিং তালিকা অনুসারে IISC, ব্যাঙ্গালোর সেরা বিশ্ববিদ্যালয়, ২য় র‍্যাঙ্কিং-এ JNU, ৩য় র‍্যাঙ্কিং-এ জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং ৪র্থ র‍্যাঙ্কিং-এ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থান।

শিক্ষামন্ত্রকের NIRF র‍্যাঙ্কিং অনুযায়ী সেরা ১০ কলেজের তালিকায় জায়গা পেল বাংলার দুই কলেজ। পঞ্চমস্থান পেল সেন্ট জেভিয়ার্স কলেজ, অষ্টমস্থান পেল রহড়া কৃষ্ণমিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#NIRF ranking, #jadavpur university

আরো দেখুন