পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

মহাসমারোহে পালিত হল শ্রীরামপুর মাহেশের ৬২৭তম বর্ষের স্নানযাত্রা উৎসব

June 5, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতকাল ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা, সেই তিথিতেই পালিত হল শ্রীরামপুর মাহেশের ৬২৭তম বর্ষের স্নানযাত্রা উৎসব। জ্যৈষ্ঠের তাপ প্রতিহত করতেই স্নানযাত্রা আয়োজিত হয়। উল্লেখ্য, এই তিথিটি দেব স্নানযাত্রা নামেও পরিচিত।

মাহেশের স্নানযাত্রা উপলক্ষ্যে শ্রীরামপুরে বিপুল ভক্তসমাগম হয়। নটায় শুরু হয়েছিল স্নানযাত্রা। মন্দিরের পাশের মাঠে জগন্নাথদেবের স্নানমঞ্চে তিন বিগ্রহকে স্নান করানো হয়। স্নানের পর তিন বিগ্রহকে কম্বল মুড়িয়ে গর্ভগৃহের ভিতর রাখা হয়। নতুন সাজে সজ্জিত হয়ে আগামী ২০ জুন রথযাত্রার দিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন তিন ভাইবোন।

২৮ ঘড়া জল এবং দেড় মন দুধ দিয়ে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে স্নান করানোর মাধ্যমে পালিত হল মহেশের স্নানযাত্রা উৎসব। প্রথা মেনে, ৬২৭ বছর ধরে পালিত হয়ে আসছে স্নানযাত্রা উৎসব। আজ, রবিবার সকালেই স্নানযাত্রা উৎসব দেখতে ভক্তদের ভিড় জমেছিল। মাহেশের রথের তলায় বসেছিল স্নান যাত্রার আসর। ভোর থেকেই প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার বিশেষ পুজো অর্চনা চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#mahesh, #Serampore, #Jagannath Snan Yatra

আরো দেখুন