← খেলা বিভাগে ফিরে যান
ওড়িশার রেল দুর্ঘটনায় মৃতদের শ্রদ্ধা জানাতে ওভালে কালো আর্মব্যান্ড পরে মাঠে রোহিতরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত শুক্রবার (২ জুন) মর্মান্তিক রেল দুর্ঘটনা ঘটেছিল ওড়িশায়। ওই ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রেল দুর্ঘটনায় মৃতদের শ্রদ্ধা জানালেন জানালেন ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
দুই দলের খেলোয়াড়রাই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। জাতীয় সঙ্গীতের আগে এক মিনিটের নীরবতা পালন করেন রোহিত শর্মা, প্যাট কামিন্সরা। মৃতদের জন্য এক মিনিট নীরবতা পালনের পর দীনেশ কার্তিক ওভালে ঘণ্টা বাজান। দুই দলের জাতীয় সঙ্গীতের পর খেলা শুরু হয়।
ওভালে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।