কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতা পুরসভার কাছে ৩.৫কোটি বকেয়ার দু’কোটি টাকা মেটাল KKR

June 7, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত ১০ বছর ধরে কলকাতা পুরসভার কাছে বিনোদন কর বাবদ বকেয়া পড়েছিল প্রায় সাড়ে তিন কোটি টাকা কলকাতা নাইট রাইডার্সের (KKR)। সোমবার সেই বকেয়ার অংশ হিসেবে দু’কোটি টাকা পুরসভাকে মিটিয়েছে তারা। তবে, এখনও আরও প্রায় দেড় কোটি টাকামেটানো বাকি।

গত ১৯ মে নাইট রাইডার্স কর্তৃপক্ষের সঙ্গে বিনোদন করের এই বকেয়া টাকানিয়ে একটি বৈঠক হয় কলকাতা পুরসভার। সেখানে নাইট কর্তৃপক্ষকে টাকা মেটাতে বলা হয়।

কলকাতা পুরসভার নিয়ম বলছে, পুরসভার মধ্যে কোনও খেলা, সার্কাস, সামাজিক অনুষ্ঠান, বা ইভেন্টের ক্ষেত্রে বিনোদন কর বাবদ টাকা দিতে হবে কর্তৃপক্ষকে। IPL-এর খেলার জন্য প্রতিবারই প্রায় ৬৮ লক্ষ টাকার মতো বিল হয়। কিন্তু প্রতিবছর পুরসভাকে তারা ধার্য বিলের থেকে মাত্র ২৫ লক্ষ টাকা করে দেয়। সেই বকেয়া জমতে জমতেই এসে দাঁড়িয়েছে সাড়ে তিন কোটি টাকার বেশি অঙ্কে।

TwitterFacebookWhatsAppEmailShare

#KMC, #KKR, #Entertainment Tax

আরো দেখুন