রাজ্য বিভাগে ফিরে যান

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসে রাজধানীতে পুরস্কৃত বাংলার তিন জেলা

June 8, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৭ জুন অর্থাৎ বুধবার বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসে, দিল্লিতে মোদী সরকারের তরফে পুরস্কৃত হল বাংলা। রাস্তার ধারে ভাতের হোটেল বা রেস্তরাঁর খাবারের মান নিয়ে অভিযোগ নিবারণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে পশ্চিমবঙ্গ। খাদ্য নিরাপত্তায় উল্লেখযোগ্য উদ্যোগের কারণে, দেশের ২৬০টি জেলার মধ্যে ‘ইট রাইট’ প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেয়েছে বাংলার মালদহ।

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়ার আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যওয়াড়ি খাদ্য নিরাপত্তার তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় দেশের ২০টি বড় রাজ্যের মধ্যে সপ্তম স্থানে রয়েছে বাংলা।

মালদহ ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং দার্জিলিং শংসাপত্র পেয়েছে। গতকাল বিজ্ঞান ভবনে বাংলার পুরস্কারপ্রাপ্ত তিন জেলার সংশ্লিষ্ট বিষয়ের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাঃ অমিতাভ মণ্ডল, প্রশান্ত বৈদিক এবং বিজয় কুমাইয়ের হাতে সম্মান তুলে দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখভাই মাণ্ডব্য। দেশের যেকোনও জায়গা থেকে যেকোনও রাজ্যের যেকোনও জায়গায় খাবারের মান নিয়ে অনলাইনে অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর জন্য ওয়েবসাইটটি হল, foscos.fssai.gov.in।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Darjeeling, #delhi, #south 24 parganas, #Maldah, #World Food Safety Day

আরো দেখুন