বদলে যাবে আবহাওয়া! সপ্তাহান্তেই রাজ্যে প্রবেশ করবে বর্ষা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাজুড়ে অস্বস্তিকর দহন জ্বালা চলছেই। এখনই গরম কমার কোনও লক্ষণ নেই। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া, লু বইবে। ১০ জুন শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এখনই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ছুঁয়েছে। এরই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও একাধিক জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে । পূর্বাভাস অনুযায়ী উত্তরের মালদাতেও তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।
এর মাঝেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে এই বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে বৃষ্টি হলেও অস্বস্তি কমবে না।
গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আজ দিনভর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বেলা যত বাড়বে গরম ও অস্বস্তি ততই বাড়বে। এর মাঝেই আজ ও বৃহস্পতিবার বিকেলের দিকে শহরে হালকা বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা কমবে না।
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন , “ভারতের মূল ভূখণ্ডে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সব ঠিক থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে ঢুকবে বর্ষা। একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে রাজ্যগুলিতে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটবে।’’ কেরলে বর্ষা ঢোকার ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গেও বর্ষা ঢুকবে বলে জানিয়েছে মৌসম ভবন।