রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়সীমা পর্যাপ্ত নয়, পর্যবেক্ষণ হাইকোর্টের

June 9, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বৃহস্পতিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছিলেন। সেখানে জানানো হয়েছিল যে মনোনয়ন জমা দেওয়ার জন্য মাত্র ৫ দিন মিলবে।

মোট পাঁচ দফা দাবি জানিয়ে নিয়ে বিজেপি এবং কংগ্রেস হাই কোর্টের দ্বারস্থ হয়ে মামলা করেছিল উচ্চ আদালতে। এই আবহে সেই মামলার জরুরি শুনানি হয় শুক্রবার। সেই মামলার প্রেক্ষিতেই বড় পর্যবেক্ষণ দিল কলকাতা হাই কোর্ট।

হাই কোর্টের তরফে শুক্রবার হাই কোর্ট পর্যবেক্ষণ করে জানিয়েছে যে মনোনয়নপ্রক্রিয়ার জন্য মেয়াদ আরও বাড়ানো উচিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#nomination, #calcutta high court, #panchayat elections, #West Bengal

আরো দেখুন