রাজ্য বিভাগে ফিরে যান

প্রার্থী দেওয়ার লোক নেই, তাই কি জুলাইয়ে পঞ্চায়েত ভোটের বিরোধীতায় বঙ্গ BJP?

June 9, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী জুলাই মাসের ৮ তারিখে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে জানিয়ে বৃহস্পতিবার নয়া রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সাংবাদিক বৈঠক করে দিনক্ষণ ঘোষণা করতেই বিরোধিতায় নামল রাজ্য BJP। শোনা যাচ্ছে তারা কলকাতা হাইকোর্টে মামলা করবে, কেন এক দফায় নির্বাচন হবে। এছাড়াও সর্বদল বৈঠক ছাড়া এদিন পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হওয়ায় ব্যাপক ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তবে বঙ্গ BJP-র অন্দরমহলের কান পাতলেই নাকি শোনা যাচ্ছে হাহাকার। নিন্দুকেরা বলছে, অধিকাংশ আসনে বিজেপির প্রার্থী দেবার লোকই নেই। আর তাদের সেই দুর্বলতা ঢাকতেই নাকি দেওয়া হচ্ছে নানান রকম অজুহাত।

মজার কথা, শুভেন্দু অজুহাত দিয়ে বিরোধিতা করলেও বঙ্গ BJP-র প্রাক্তন রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ অবশ্য ১৮০ ডিগ্ৰী ঘুরে ভোটের দিন ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, যত তাড়াতাড়ি ভোট হয়, ততই ভাল। নাহলে উন্নয়নের কাজ আটকে যাবে। তবে তিনিও সর্বদল বৈঠক ছাড়া এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ।

এদিন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ভোট ঘোষণার নিয়ে কমিশনারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন এই তৎপরতা প্রশংসাযোগ্য। তবে নির্বাচন কমিশনকেই সুরক্ষার দায়িত্ব নিতে হবে। শুধু ভোটের দিন বা ফলপ্রকাশের দিন নয়। আজ থেকে একেবারে ১১ জুলাই পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেক প্রার্থী, নিরাপত্তা রক্ষী, সাধারণ ভোটার সকলের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে কমিশনারকে, এই দাবি জানিয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#west bengal BJP, #West Bengal Panchayat Election 2023, #West Bengal, #bjp

আরো দেখুন