অস্বস্তিকর গরম থেকে মুক্তি দিয়ে বাংলায় কবে প্রবেশ বর্ষার?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। জৈষ্ঠ্য শেষের দিকে হলেও কমছে না তাপমাত্রা। বেলা যত বাড়ছে ততই বাডছে গরম ও অস্বস্তি। ঊর্ধ্বমুখী পারদ এবং আপেক্ষিক আর্দ্রতার জেরে গলদঘর্ম অবস্থা আম আদমির। কার্যত চাতক পাখির মতোই বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলাতেই জারি থাকবে তাপপ্রবাহের দাপট। তবে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আজ দিনভর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। এর মাঝেই আজ ও বৃহস্পতিবার বিকেলের দিকে শহরে হালকা বৃষ্টি হতে পারে, তবে তাপমাত্রা কমবে না।
দক্ষিণবঙ্গে আগামী ৩-৪ দিন পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। একাধিক জেলার তাপমাত্রা ৪০ ছুঁয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের কলকাতাসহ সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে পার্বত্য জেলা ছাড়া উত্তরবঙ্গের সব জেলাতে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে এই বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। এর ৪৮ ঘণ্টা পর বর্ষা ঢুকবে এরাজ্যে। উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “ভারতের মূল ভূখণ্ডে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সব ঠিক থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে ঢুকবে বর্ষা। একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে রাজ্যগুলিতে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটবে।’’