রাজ্য বিভাগে ফিরে যান

পঞ্চায়েতে প্রার্থী খুঁজতে হিমশিম, বাম-কংগ্রেস প্রার্থীদের সাহায্যের ইঙ্গিত BJP-র

June 10, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্য বিজেপি নেতৃত্বের আশঙ্কা আগেই ছিল। এখন তাদের রাতে ঘুম উড়েছে। এখন বলতে বৃহস্পতিবার (৯ জুন) বিকেলের পর থেকে। রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করার পর থেকে। পঞ্চায়েতে রাজ্যের ৭৪ হাজার কেন্দ্রে প্রার্থী কোথা থেকে খুঁজে পাবে, তা বুঝেই উঠতে পারছেন না বিজেপি’র শীর্ষ নেতৃত্ব।

টিভি চ্যানেলে, সোশ্যাল মিডিয়ার প্রতিনিয়ত ঝড় তুলছেন বিজেপি’র বড়-ছোট-মাঝারি নেতারা, একের পর এক সাংগঠনিক বৈঠক করছেন। কিন্তু বাস্তব পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন সেটা বুঝতে পারছে রাজ্য বিজেপি নেতৃত্ব। প্রচারমধ্যমে তাদের উজ্জল উপস্থিতি থাকলেও, মাঠে-ময়দানে কিন্তু তাদের সেভাবে দেখতে পাওয়া যায় না। দলের কেন্দ্রীয় নেতৃত্ব নেতৃত্ব এবিষয়ে একাধিকবার সতর্ক করলেও কাজের কাজ কিছুই হয়নি। যার ফলে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে মাথার চুল ছিড়তে হচ্ছে বিজেপি’কে।

পঞ্চাতের সব আসনে যে বিজেপি’র পক্ষে প্রার্থী দেওয়া সম্ভব নয় তা বিলক্ষন বুঝতে পারছেন দলের নেতারা। এই অবস্থায় তারা তৃণমূলকে হারাতে অন্য দলের প্রার্থীদের বা নির্দলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নেতৃত্ব। এক্ষেত্রে বাম বা কংগ্রেস প্রার্থীকেও সমর্থনে আপত্তি নেই বিজেপি’র। দু’এক দিনের মধ্যে রাজ্য নেতৃত্বে এবিষয়ে বৈঠকে বসবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। সেখানে পরবর্তী বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Congress, #bjp, #Cpim, #panchayat elections

আরো দেখুন