বৃষ্টির দেখা মিললেও এখনই গরম থেকে মুক্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টি হলেও আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা থাকবে। আগামী কয়েকদিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায়। রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা ও দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও তাপপ্রবাহের সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস।