বিবিধ বিভাগে ফিরে যান

সত্যনারায়ণ পীর: মাটির ঘোড়া আর পায়েস দিলেই পূরণ হবে মনোবাসনা!

June 11, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পীর সাহেব বা সত্যনারায়ণ। এই গ্রাম্য দেবতাকে ঘিরে রয়েছে আশ্চর্য সব কাহিনী। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে ইটাহার যাওয়ার পথে অবস্থিত মুস্তাফানগরের সাপকালী গ্রাম। এই গ্রামের দেবতা হল পীর সাহেব বা সত্যনারায়ণ।

ভক্তদের বিশ্বাস, সত্যনারায়ণ পীরকে মাটির ঘোড়া দান করলেই মনস্কামনা পূরণ হয়। এই গ্রামের মানুষের চাওয়া পাওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে এক একটি ঘোড়ার গল্পগাথা। কেউ কেউ বলেন মনের কামনা বাসনা পীর বাবার কাছে পৌঁছে দেয় এই ঘোড়া।

কথিত আছে, অনেক বছর আগে গ্রামে যখন কালা জ্বর, মারণ রোগ বা বসন্ত রোগ হত তখন সাপকালী গ্রামকে রক্ষা করতেন এই পীরবাবা। তাঁর বাহন ছিল ঘোড়া। এই ঘোড়া করে রাতে গ্রামে টহল দিতেন পীর ঠাকুর। এই গ্রামের মানুষ বহু বছর ধরেই এই সত্যনারায়ণ ঠাকুরকে গ্রামের দেবতা হিসেবে পুজো করে এসেছেন।

জানা গেছে প্রতি শুক্রবার গরুর দুধ দিয়ে ক্ষীর তৈরি করে এনে এই পীরসাহেবকে এক একটি মাটির হাঁড়িতে ভোগ দেওয়া হয়। এমনকি পীরবাবার থানে উনুন তৈরি করে সেখানেই দুধ, চাল, চিনি, জ্বাল দিয়ে পরমান্ন তৈরি করে পীর সাহেবকে ভোগ দেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Satyanarayan Pir, #uttar dinajpur

আরো দেখুন