খেলা বিভাগে ফিরে যান

নাদালকে টপকে রেকর্ড গ্র্যান্ডস্লাম জিতলেন জোকোভিচ

June 11, 2023 | < 1 min read

এই নিয়ে মোট ২৩টি গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ড গড়লেন সার্বিয়ান টেনিস তারকা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ফেঞ্চ ওপেনের পুরুষ সিঙ্গলসের ফাইনালে নোভাক জোকোভিচ নরওয়ের ক্যাসপার রুডকে ৭-৬, ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে দেন। এই নিয়ে মোট ২৩টি গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ড গড়লেন সার্বিয়ান টেনিস তারকা।

এখনও পর্যন্ত জোকোভিচ জিতেছেন ১০টি অস্ট্রেলিয়ান ওপেন, ৭টি উইম্বলডন, ৩টি ফ্রেঞ্চ ওপেন এবং ৩টি ইউএস ওপেন। সেখানে নাদাল জিতেছেন ২২টি গ্র্যান্ডস্লাম।

TwitterFacebookWhatsAppEmailShare

#french open, #novak djokovic, #grandslam

আরো দেখুন