নাদালকে টপকে রেকর্ড গ্র্যান্ডস্লাম জিতলেন জোকোভিচ
June 11, 2023 | < 1 min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ফেঞ্চ ওপেনের পুরুষ সিঙ্গলসের ফাইনালে নোভাক জোকোভিচ নরওয়ের ক্যাসপার রুডকে ৭-৬, ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে দেন। এই নিয়ে মোট ২৩টি গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ড গড়লেন সার্বিয়ান টেনিস তারকা।
এখনও পর্যন্ত জোকোভিচ জিতেছেন ১০টি অস্ট্রেলিয়ান ওপেন, ৭টি উইম্বলডন, ৩টি ফ্রেঞ্চ ওপেন এবং ৩টি ইউএস ওপেন। সেখানে নাদাল জিতেছেন ২২টি গ্র্যান্ডস্লাম।
অভিনব পথ বেছে নিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
#SamikBhattacharya #HaldiCeremony #BJP #MembershipDrive #Drishtibhongi
কালিয়াচকে ভুল তথ্য দিয়ে নিজের নাম আবাস তালিকায় নথিভুক্ত করার অভিযোগ উঠছে সিপিএম নেতার বিরুদ্ধে।
#CPIM #SandipLala #BanglarBari #WestBengal #Drishtibhongi
খবর পাওয়া যাচ্ছে, আজ দুপুর ১২টায় লোকসভায় এই বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল।
#OneNationOneElection #Bill #Parliament #WinterSession2024 #Drishtibhongi
উদ্যোক্তারা স্পষ্ট জানিয়েছে, মেলায় যোগ দিতে আসার দরকার নেই।
#Bidhannagar #BidhannagarMela #BangladeshiBan #BoycottBangladesh #Drishtibhongi