রাজ্য বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীকে ২৪০ কার্টন আম উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

June 12, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ’বছর‍ও আম পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এক হাজার ২০০ কেজি (২৪০ কার্টন) বাংলাদেশের উৎকৃষ্ট মানের আম উপহার হিসেবে পাঠিয়েছেন।

ইতিমধ্যেই ওই আম কলকাতায় এসে পৌঁছে গিয়েছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সহকারী সচিব (রাষ্ট্রাচার-২) আবু মুহম্মদ ফয়সাল জানিয়েছেন, সোমবার যশোরের বেনাপোল বন্দর-হরিদাসপুরে হয়ে উপহারের আম পৌঁছেছে কলকাতায়। এই উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangladesh, #Sheikh Hasina, #Mamata Banerjee

আরো দেখুন