← খেলা বিভাগে ফিরে যান
“চুপচাপ থাকলেই…” -কেন লাও জু-র বাণী বিরাটের মুখে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: WTC ২০২৩-এর ফাইনালের দ্বিতীয় ইনিংসে অহেতুক আগ্রাসী শট খেলে আউট হন বিরাট কোহলি। ভারত হারার পরে স্বভাবতই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার থেকে ফ্যানরা।
এরপরেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন কোহলি। চীনা দাসিনী লাও জু-এর বাণী লেখেন তিনি – “চুপচাপ থাকলেই আসলে অনেক বেশি শক্তি পাওয়া যায়।”
ওয়াকিবহাল মহল এবং ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করছেন, বিরাট আপাতত সমালোচনার ঝড়ের মধ্যে চুপ করে থাকতে চাইছেন। কবে বা কী করে এই সমালোচনার জবাব দেবেন কোহলি, সেটাই প্রশ্ন।