খেলা বিভাগে ফিরে যান

আগামী WTC-র সূচি ঘোষণা ICC-র, কাদের সঙ্গে বাইশ গজে লড়বেন রোহিতরা?

June 12, 2023 | < 1 min read

কাদের সঙ্গে বাইশ গজে লড়বেন রোহিতরা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওভালে WTC-র ফাইনাল জিতেছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি।

জুলাইয়ে ক্যারাবিয়ানদের বিরুদ্ধে নামবে ভারত। সাদা জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। ১২-১৬ জুলাই এবং ২০-২৪ জুলাই, খেলা হবে ম্যাচ দুটি। বিদেশের মাটিতে প্রোটিয়াদেরও সামলাতে হবে ভারতীয় খেলোয়াড়দের। ডিসেম্বর ২০২৩ থেকে জানুয়ারি ২০২৪ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। আগামী বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ভারতের মাটিতে পাঁচটি টেস্ট খেলবে ইংল্যান্ড। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ দুই টেস্টের সিরিজ খেলতে ভারতে আসবে বাংলাদেশ। চব্বিশের নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি টেস্ট খেলবে ভারত।

২০২৪-এর নভেম্বর থেকে ২০২৫-এর জানুয়ারি অবধি টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফর চলবে। ওই সফরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচে টেস্ট সিরিজ অর্থাৎ বর্ডার গাভাসকর ট্রফি খেলবে টিম ইন্ডিয়া। এরপর ২০২৫ জুনে বসবে WTC-র আসর। পয়েন্টের নিরিখে সেরা দুটি টেস্ট খেলিয়ে দল লর্ডসে একে অপরের মুখোমুখি হবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#ICC, #wtc, #India, #Cricket

আরো দেখুন