← রাজ্য বিভাগে ফিরে যান
উত্তরে বৃষ্টি দক্ষিণে গরম, কবে গোটা রাজ্যে ঢুকবে বর্ষা জানাল আবহাওয়া দপ্তর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি।
আবহাওয়া দপ্তর জানাল দক্ষিণবঙ্গকে আরও কিছুটা দিন অপেক্ষা করতে হবে বর্ষার জন্য। শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, মালদা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন অসস্তিকর গরম বজায় থাকবে।