প্রযুক্তি বিভাগে ফিরে যান

মহাকাশ কেন্দ্রে ফুটেছে ফুল, এবার খাদ্যশস্য উৎপাদনের সম্ভাবনা দেখছে নাসা

June 14, 2023 | < 1 min read

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ফুটেছে জিনিয়া ফুল, Image Source : Instagram/@nasa 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ফুটেছে জিনিয়া ফুল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফুটে থাকা এই জিনিয়া ফুলের ছবি পোস্ট করেছে। এতে নাসার বিজ্ঞানীর আশার আলো দেখছেন।

১৯৭০-এর দশক থেকে মহাকাশে উদ্ভিদের চাষাবাদ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন। তবে মহাকাশে ফুল জন্মানোর গবেষণাটি শুরু হয় ২০১৫ সালে। মহাকাশচারী কেউলি লিন্ডগ্রেন এ কাজটি শুরু করেন। লিন্ডগ্রেন তখন মহাকাশে ‘সবজি উৎপাদনব্যবস্থা’ সক্রিয় করেছিলেন এবং জিনিয়া ফুলের বীজ লাগিয়েছিলেন।

মহাকাশে বাগান করার গুরুত্ব উল্লেখ করে নাসা লিখেছে, মহাকাশে বাগান করাটা আমাদের জন্য লোক দেখানো কোনও বিষয় নয়। কক্ষপথে কীভাবে গাছ জন্মাতে হবে, তা জানার মধ্য দিয়ে আমরা বুঝতে পারব পৃথিবীর বাইরে কীভাবে শস্য উৎপাদন করা যায়। আমরা চাঁদ ও মঙ্গল গ্রহের মতো দীর্ঘমেয়াদি অভিযানগুলোতে টাটকা খাবারের উৎস তৈরি করতে পারব।’

উল্লেখ্য, নাসার মহাকাশচারীরা ইতিমধ্যে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে টমেটো, লেটুস এবং অন্যান্য শাকসবজি ফলিয়েছেন। আরও নতুন কিছু চাষাবাদের স্বপ্ন দেখছেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#flower, #Space, #Nasa

আরো দেখুন