গর্ভবস্থায় মায়েদের গীতা পড়িয়ে দেশভক্ত সন্তান গড়ার বিশেষ কর্মসূচি সঙ্ঘের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সন্তানকে সংস্কারী এবং দেশভক্ত হিসেবে গড়ে তুলতে বিশেষ কর্মসূচি নিল আরএসএস। ‘গর্ভ সংস্কার’ নামে ওই বিশেষ কর্মসূচি শুরু করল সঙ্ঘের শাখা সংগঠন সম্ভরধিনি ন্যাস। তাদের দাবি, গর্ভাবস্থা থেকেই মায়েদের প্রস্তুতি নিতে হবে। আরও দাবি করা হচ্ছে, ধর্মীয় ও বিজ্ঞানসম্মত উপায় মানলেই নাকি সংস্কৃতিবান ও দেশপ্রেমিক সন্তান জন্ম দেওয়া সম্ভব। এই কাজে আটজনের একটি কেন্দ্রীয় দল বানিয়েছে সঙ্ঘ।
মহিলাদের একাধিক নিদান দিয়েছে সঙ্ঘ, যেমন গর্ভবস্থায় নিয়মিত ভাগবত গীতা, রামায়ণ পাঠ করতে হবে। সংস্কৃত মন্ত্র জপ, যোগাভ্যাসও করতে হবে, তবেই নাকি সুসন্তান মিলবে। অনুষ্ঠানে হাজির হয়ে, তেলেঙ্গানার গর্ভনর তামিলিসাই সৌন্দরারাজন বলেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ সন্তানের জন্ম দিতে রামায়ণের মতো ধর্মীয় গ্রন্থ পড়ার কোনও বিকল্প নেই। তামিলিসাই কিন্তু নিজে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও ফেটাল থেরাপিস্ট।