মেঘের চাদরে ভ্যাপসা গরম! দক্ষিণবঙ্গে বর্ষা কবে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গের পাহাড়ে যখন উল্লাস করছে বর্ষা, দক্ষিণবঙ্গে তখনও চাতকের মতো বৃষ্টির অপেক্ষায়। প্রাক-বর্ষার হাল্কা বৃষ্টিতেই মন ভরাতে হচ্ছে শহরবাসীকে। বিক্ষিপ্ত ঝড়ের সাথে গুরু গুরু মেঘের ডাক আশা জাগাচ্ছে মাত্র। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও বর্ষার দেখা নেই। মৌসম ভবন জানাচ্ছে, কলকাতায় বজায় থাকবে গরম ও অস্বস্তি। তবে, বিকালের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে ভারী বর্ষার কোনওরকম পরিস্থিতি নেই। তবে আশা করা হচ্ছে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে তাপপ্রবাহের সর্তকতা জারি থাকছে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে এই চার জেলাতেও থাকছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।