নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নির্ধারিত সময়ে ভোট হলে, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন হওয়ার কথা কিন্তু তার আগে এখন থেকেই ভোট নিয়ে নানান জল্পনা, সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্তব্যে উস্কে উঠল জল্পনা। তাঁর দাবি, লোকসভা নির্বাচন নাকি এগিয়ে আসতে পারে।
VIDEO | “We would request them (Centre) to hold the (Lok Sabha) elections earlier; the sooner, the better,” says Bihar Chief Minister Nitish Kumar. pic.twitter.com/mPihhyfQfT
বিহারের মুখ্যমন্ত্রীর দাবি, ২০২৪ নয়, চলতি বছরেই লোকসভা ভোট হতে পারে। রাজ্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়ে বিহারের মুখ্যমন্ত্রী এমনই দাবি করেছেন। বিজেপি বিরোধী জোট গঠনের উদ্যোগ চলছে। আগামী সপ্তাহে পাটনায় বৈঠকে বসছে বিরোধী দলগুলি।