টেলিগ্রামে Co-Win পোর্টালের তথ্য ফাঁস, প্রথম FIR দায়ের হল কলকাতায়
June 15, 2023 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টেলিগ্রাম অ্যাপে Co-Win পোর্টালে তথ্য ফাঁস নিয়ে প্রথম পুলিশ অভিযোগ বা FIR দায়ের হল কলকাতায়।
তৃণমল কংগ্রেসের রাজ্যসভার নেতা এবং সাংসদ ডেরেক ও’ব্রায়েন কলকাতা পুলিশের সাইবার পুলিশ বিভাগের কাছে এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ তুলে ধরেছে কীভাবে সাধারণ মানুষের পাশাপাশি সাংসদ ও সরকারি কর্মকর্তাদের বিবরণ ফাঁস করা হয়েছে।