দেশ বিভাগে ফিরে যান

বিলেতের এলিজাবেথ লংফোর্ড পুরস্কার পেল ঐতিহাসিক রামচন্দ্র গুহের বই

June 15, 2023 | < 1 min read

এলিজাবেথ লংফোর্ড পুরস্কার পেল ঐতিহাসিক রামচন্দ্র গুহের বই

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিলেতের অত্যন্ত সম্মানিত এলিজাবেথ লংফোর্ড পুরস্কার পেল ঐতিহাসিক রামচন্দ্র গুহের বই রিবেলস এগেইনস্ট দ্য রাজ: ওয়েস্টার্ন ফাইটারস ফর ইন্ডিয়াস ফ্রিডম (উইলিয়াম কলিন্স দ্বারা প্রকাশিত)। এর জন্য £৫,০০০ অর্থ পুরস্কার পেলেন বাঙালি ঐতিহাসিক।

সমসাময়িক ভারতের সাথে এই বইটির বিশেষ প্রাসঙ্গিকতা রয়েছে বলে বিচারকরা মনে করেছেন।

এই বার্ষিক পুরস্কার “এলিজাবেথ লংফোর্ড (১৯০৬-২০০২) এর স্মৃতিতে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ছিলেন একজন প্রশংসিত ঐতিহাসিক জীবনীকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Historian, #ramchandra guha, #elizabeth longford award

আরো দেখুন