মোদী বিরোধী লড়াইয়ে শান, মহাজোট বৈঠকে অভিন্ন ন্যূনতম কর্মসূচি বাছবেন বিরোধীরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশে বিজেপি বিরোধী জোট তৈরির চূড়ান্ত তৎপরতা চলছে। পাটনায় আগামী সপ্তাহে বসছেন বিরোধী দলের শীর্ষনেতারা। বিজেপি বিরোধী প্রচারের রূপরেখা কী হতে পারে, তা নিয়ে আলোচনা চলবে বলে খবর মিলছে। মনে করা হচ্ছে, এই বৈঠক জোট গঠনের প্রথম পদক্ষেপ। অভিন্ন ন্যূনতম কর্মসূচি ঠিক করতেই আলোচনায় বসবেন বিরোধীরা।
তবে মোদী বিরুদ্ধে মুখ কে হবেন, তা নিয়ে কোনও খবর নেই। ওয়াকিবহাল মহল সূত্রে খবর, প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে এই বৈঠকে কোনও কথা হওয়ার সম্ভাবনা নেই। বিশেষজ্ঞমহলের মতে, মোদী বিরোধী মুখ ঠিক করা বেশ কঠিন কাজ। আপাতত কেউই সেই জটিলতায় যেতে চাইছেন না। জোট গঠনকেই বিরোধীরা বেশি গুরুত্ব দিচ্ছে। সে কারণেই প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নিয়ে আলোচনা নয়, আপাতত অভিন্ন ন্যূনতম কর্মসূচি নির্ধারণকেই অগ্রাধিকার দিচ্ছে অবিজেপি দলগুলি। আগামী সপ্তাহের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এনসিপি সুপ্রিমো শারদ পাওয়াররা যোগ দেবেন বলে জানা গিয়েছে। বৈঠকে সিপিআই, সিপিএমসহ একাধিক দলের শীর্ষ নেতাদের যোগ দেওয়ার কথাও রয়েছে।