রাজ্যে কবে ঢুকছে বর্ষা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে ভ্যাপসা ও অস্বস্তিকর গরম কাটিয়ে খুব শীঘ্রই নামতে চলেছে বর্ষা।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাল আগামী শনিবার থেকে বর্ষা ঢুকছে গোটা রাজ্যে। এই ভারী বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। কিন্তু তার আগে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া মতো জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি থাকবে। বজায় থাকবে অস্বস্তিকর গরম।
বর্ষা ঢুকে যাওয়ার পর কলকাতা সহ হুগলি, হাওড়া, দুই ২৪ পরগণা ও বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।